শ্বাসকষ্ট হলে কি ঔষধ খেতে হবে

আমাদের আশেপাশে অনেকের রয়েছেন যারা বিভিন্ন ধরনের শ্বাসকষ্টের জন্য তো সমস্যা নিয়ে ভুগতেছেন। কিন্তু কিভাবে এ শ্বাসকষ্ট থেকে প্রতিকার পাওয়া যায় তা অনেকেই জানেন না। কিছু রয়েছে ঘরোয়া উপায় যা সাময়িকভাবে আপনি শ্বাসকষ্ট থেকে মুক্তি পাবেন। তবে কিছু কিছু শ্বাসকষ্ট পুরো নিরাময় করার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত।

আজকের এই পোস্টের মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হয়েছে শ্বাসকষ্ট হলে কি ঔষধ খেতে হবে তা নিয়ে। অতি পরিচিত শ্বাসকষ্টের তাৎক্ষণিক উপশমের জন্য কয়েক রকমের ঔষধ ইনহেলারের মাধ্যমে ব্যবহার করা হয়। তবে শ্বাসকষ্ট হলে উল্লেখিত ভিটারেস্প‌ এম ১০ এম জি ট্যাবলেট, ডক্সিভা ২০০ ট্যাবলেট, ফেনাডিন ১২০ ট্যাবলেট সহ বিভিন্ন ধরনের ওষুধ খেতে হয়।

শ্বাসকষ্ট হলে কি ঔষধ খেতে হবে

এই শ্বাসকষ্ট জনিত বিভিন্ন ধরনের সমস্যানে অনেকেই হাঁপানি বলে থাকে। এক কথায় বাংলাতে আমরা এজমা বলে থাকি। এই হাঁপানি বা শ্বাসকষ্ট একজন ব্যক্তির বিভিন্ন কারণে হতে পারে। অর্থাৎ সাধারণ ক্ষেত্রে শ্বাসপথে বায়ু চলাচলে বাধা সৃষ্টির জন্য শ্বাসকষ্ট। এই শ্বাসকষ্ট জনিত সমস্যা প্রতিকার করতে ব্যাহত হলে পরবর্তী হাঁপানি এবং শ্বাসকষ্ট অনেকটা বৃদ্ধি পেয়ে যায়।

তবে সাধারণ ক্ষেত্রে একজন ব্যক্তির শ্বাসকষ্ট হতে পারে ঠান্ডা সর্দি কাশি থেকে। এবং কারো ক্ষেত্রে হাঁপানি এবং এলার্জি থেকে শ্বাসকষ্টের সমস্যা হয়। এমনকি শিশুদের অ্যাডনয়েড নামক সমস্যা থাকলে সাইনোসাইটিস, হার্ট ফেইলিওর এবং কারো নিউমোনিয়া ও নাকের সমস্যা থাকলে। অতএব শ্বাসকষ্ট হলে কয়েকটি ওষুধ খাওয়া যেতে পারে। ঔষধগুলি হচ্ছেঃ

  • মোনাস টেন
  • ডক্সিভা ২০০
  • স্যালমোলিন (ইনহেলার) 
  • ডেক্সোভেন ২০০

শ্বাসকষ্টের ট্যাবলেট ঔষধের নাম কি

ক্ষতিকার ধূমপান করা, ধুলাবালি এবং ঠান্ডা লাগা, শিল্পবর্জ্য ও ধোঁয়া শ্বাসনালিতে এ ধরনের সমস্যা সৃষ্টি হয়। তবে বিভিন্ন ওষুধ বা ট্যাবলেট সেবনের মাধ্যমে কয়েকটা দমিয়ে রাখা যায় এবং তা নিরাময় করা যায়। অতএব শ্বাসকষ্ট হলে ডাক্তারের পরামর্শ নিন এবং নিচে দেওয়া উল্লেখিত ওষুধগুলো গ্রহণ করুন। তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিচের ঔষধ গুলো গ্রহণ করবেন।

  • ভিটারেস্প‌ এম ১০ এম জি ট্যাবলেট
  • ডক্সিভা ২০০ ট্যাবলেট
  • ব্রডিল ৪/
  • ফেনাডিন ১২০ ট্যাবলেট
  • ডেক্সোভেন ২০০
  • স্যালমোলিন (ইনহেলার)
  • বেক্সিট্রল (ইনহেলার

কাশি আর শ্বাসকষ্টের জন্য কী ঔষধ খেলে ভালো হবে?

যদি আপনার কাশি এবং শ্বাসকষ্ট থাকে। তাহলে বাড়িতে বসে না থেকে এখনই ডাক্তারের কাছে শরণাপন্ন হন। এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ গ্রহণ করুন। আপনার কাশি এবং শ্বাসকষ্ট থাকলে প্রতিদিন ও রাতে Montelukast 10 গ্রুপের ঔষধ খেতে পারেন। এছাড়াও ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিচে দেওয়া ওষুধ গুলো খেতে পারেন।

  • ব্রডিল ৪/২
  • মোনাস ১০
  • বেক্সিট্রল (ইনহেলার)
  • ফেনাডিন ১২০

শ্বাসকষ্টের জন্য হোমিওপ্যাথি কোন ঔষধ ভালো?

যার প্রতিনিয়ত হাঁপানি বা শ্বাসকষ্টের জনিত সমস্যায় ভুগছেন তারা হয়তো ইতিমধ্যে অনেকগুলো হোমিও ঔষধ সহ বিভিন্ন ওষুধ সম্বন্ধে অতি পরিচিত। Natrum sulphuricum এই ওষুধটি শিশুদের হাঁপানি বা শ্বাসকষ্ট জনিত সমস্যা ব্যবহার করার করার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া তীব্র হাঁপানি ক্ষেত্রে হোমিও ওষুধ হিসেবে Aconite খাওয়ার পরামর্শ দেওয়া হয়।এছাড়া আরো বেশ কয়েকটি শ্বাসকষ্টের জন্য হোমিও ওষুধ রয়েছে। অতএব সেই ঔষধ গুলোর নাম নিজের দেওয়া তালিকা থেকে বিস্তারিত দেখে নিন।

  • Bryonia
  • Aconite
  • Natrum sulphuricum
  • Ipecac

তবে আপনার শ্বাসকষ্ট জনিত সমস্যা যদি প্রাথমিক থেকে ধীরে ধীরে অনেক বেশি হয়ে থাকে। তাহলে ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে বিভিন্ন ওষুধ গ্রহণ করুন এবং তা দ্রুত নিরাময় করুন। তবে অবশ্যই উপরের ওষুধগুলো একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন।

আরও দেখুনঃ

স্কিন এলার্জি ঔষধের নাম কি ২০২৪

টিবি রোগের ঔষধের নাম কি

স্থায়ী মোটা হওয়ার ঔষধের নাম কি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top