ঘুমের ঔষুধ এর নাম কি ও দাম কত
ঘুম একটি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশ। আপনার যদি সঠিকভাবে ঘুম না হয় তাহলে সারাদিনে কোন কাজ করে শান্তি লাভ করতে পারবেন না। এবং ধীরে ধীরে আপনার শরীর রোগে আক্রান্ত ভরে যাবে। ঘুম না হওয়ার জন্য বিভিন্ন কারণ থাকতে পারে। আর ঘুমের ঔষুধ খাওয়া শরীরের পক্ষে অনেক ক্ষতিকর। এক্ষেত্রে অনেকই ঘুমের জন্য ঔষুধ খেতে চাচ্ছেন।
তবে বেশিরভাগ ক্ষেত্রে ঘুমের ঔষুধ না খাওয়া ভালো। কারণ কিডনির সমস্যা সহ আরো বিভিন্ন সমস্যা দেখা দেয়। অনেকের ঘুমের জন্য ঔষুধ কিনে থাকেন। কিন্তু কোন ঔষুধ খেলে ঘুম ভালো হবে এই তথ্য জানেন না। বর্তমানে Tenapam, Diazepam, Lexotanil সহ বিভিন্ন কোম্পানির ঘুমের ওষুধ পাওয়া যায়। যার মূল্য নূন্যতম ০১ টাকা থেকে শুরু করে ০৫ টাকা পর্যন্ত বা এর থেকেও বেশি হতে পারে।
ঘুমের ঔষুধ এর নাম
আপনি যদি ঘুমের ঔষুধ খান তাহলে সারারাত নিশ্চিন্তে ঘুমাতে পারবেন। এবং এই ঘুমের চাহিদা তারপরের দিন পর্যন্ত হালকা থেকে যায়। ঘুমের ঔষুধ খেলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিয়ে খাওয়া উচিত। আপনার যদি ঘুম না হয় তাহলে আমাদের দেওয়া এই বড়ি গুলো কিনে খেতে পারেন। একটি বড়ি খেলে আপনি সারারাত ঘুম পারতে পারবেন।
ঘুমের ঔষুধ এর নাম | দাম |
Tenapam | ৫ টাকা |
Diazepam | ০.৭০ টাকা |
Anxio | ৫ টাকা |
Bromazep | ৪.৫০ টাকা |
Anxopam | ৪.৫০ টাকা |
Tarbo | ৫ টাকা |
Laxyl | ৫ টাকা |
Bopam | ৪.৫০ টাকা |
Lexnil | ৪.৫০ টাকা |
পাওয়ারফুল ঘুমের ঔষধের নাম
যাদের অতিরিক্ত ঘুমের সমস্যা আছে। সারারাত একটু ঘুম পাড়তে পারেন না। তাদেরকে পাওয়ারফুল ঘুমের ঔষুধ খেতে হবে। আপনি এই ঘুমের ঔষুধ খেলে ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই আপনার ঘুম চলে আসবে। এ পাওয়ারফুল ঘুমের ঔষুধ নিয়মিত খাওয়া যাবেনা এতে অনেক ক্ষতি হতে পারে। এজন্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি পাওয়ারফুল ঔষুধ সেবন করবেন।
- Lexotanil
- Tanin
- Tryptin -10mg
- Sedil
- Disopan 2
নরমাল ঘুমের ঔষধের নাম
যাদের হালকা ঘুমের সমস্যা আছে। অনেকেরই মাঝে মধ্যে ঘুম হয় না। অল্প ঘুমের সমস্যার জন্য আপনাকে নরমাল ঘুমের ঔষুধ খেতে হবে। অনেকে রয়েছে নরমাল ঘুমের ঔষধের নাম জানেন না। তারা অনলাইনের মাধ্যমে বিভিন্ন কোম্পানির নরমাল ঘুমের ঔষধের নাম খুঁজে থাকেন। অল্প ঘুমের সমস্যা হলে আপনি এই নরমাল ঔষধ খাবেন।
- Epinal.
- Felfresh.
- Milam 7.5
- Laxyl.
- Pase-2
দ্রুত ঘুমের ঔষধের নাম
একজন সুস্থ মানুষের প্রাপ্তবয়স্ক হলে ৭ থেকে ৮ ঘন্টা ঘুম যথেষ্ট। এর থেকে আপনার যদি ঘুম কম হয় একেবারেই কম হয় তাহলে আপনাকে বিকল্প পদ্ধতি গ্রহণ করা উচিত। কারণ সঠিকভাবে ঘুম না হলে কিছুদিনের মধ্যেই আপনি অন্যান্য রোগে আক্রান্ত হতে পারেন। অনেকেই আছেন দ্রুত ঘুমানোর চেষ্টা করেন। আপনি ঔষুধগুলো সেবেন করলে ১ থেকে ২ ঘণ্টার মধ্যেই আপনার ঘুম চলে আসবে। এবং দিনে ১ টার বেশি খাওয়া যাবেনা।
- Dormax
- Rivotril 2 Mg
- Noctin
- Easium
- Epiclon
গভীর ঘুমের ঔষধের নাম কি
আপনি যদি গভীরভাবে ঘুমাতে চান তাহলে এই ঔষুধগুলো সেবন করতে হবে। অনেকেরই দুই থেকে তিন দিন ঘুম হয় না। তারা ঔষুধ সেবন করে ঘুমানোর চেষ্টা করে। বেশিরভাগ মানুষের ঘুমের ওষুধ সম্পর্কে ধারণা নেই। তারা গভীর ঘুমের জন্য ওষুধের নাম অনলাইনে খুঁজে থাকে না। এই ঘুমের ঔষুধ শরীরের পক্ষে বেশি সেবন করলে অনেক ক্ষতিকর হয়ে যাবে। ডাক্তারের পরামর্শ নিয়ে ঘুমের ওষুধ খেতে হবে। একটা ঔষুধ খেলেই ৮ থেকে ৯ ঘন্টা গভীরভাবে ঘুমাতে পারবেন।
- Rivotril
- Filf
- Lexotanil
- Broze
- Xionil
- Tarbo
বেশিরভাগ মানুষেরই বয়স হলে ঘুমের সমস্যা হয়। আবার অনেকেরই বিভিন্ন কারণে ঘুমের সমস্যা হতে পারে। রাতে ঘুমাতে গেলে সারারাত কোন ঘুম হয় না। তারা ঘুমের জন্য ঔষুধ সেবন করতে চাচ্ছেন। তবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ওষুধ নিজে নিজে যেকোনো ধরনের ঘুমের ওষুধ খেতে যাবেন না। এতে বিভিন্ন প্রকার রোগের এবং মৃ*ত্যুর ঝুঁকি হতে পারে। তার ডাক্তারের পরামর্শ অনুযায়ী যে কোন ঘুমের ওষুধ গ্রহণ করুন।