রবি মিনিট চেক কোড ২০২৪

বাংলাদেশের কয়েকটি সিম কোম্পানি রয়েছে। সবচেয়ে জনপ্রিয় সিম অপারেটর হলো রবি। এটি বাংলাদেশের বিভিন্ন সিম কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। প্রায় প্রত্যেকটা মানুষের কাছেই রবি সিম রয়েছে। স্টুডেন্ট থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক পর্যন্ত রবি সিম ব্যবহার করে থাকেন। কারণ অন্যান সিমের থেকে রবি সিমে সবচেয়ে সুযোগ সুবিধা বেশি পাওয়া যায়। সবচেয়ে কম দামে রবি সিমে আপনি ইন্টারনেট এবং মিনিট বান্ডেল কিনতে পারবেন।

আপনি এই রবি সিমে এক মাসের জন্য স্বল্প মূল্যে মিনিট বান্ডেল কিনতে পারবেন। প্রিয়জনদের সাথে সবসময় কথা বলার জন্য আমাদের মিনিট কেনার প্রয়োজন পড়ে। কিন্তু কিভাবে মিনিট চেক করা যায় এই কোডগুলো জানেন না। কারণ ফ্লেক্সিলোডের মাধ্যমে খুব সহজেই মিনিট ক্রয় করার পর অবশিষ্ট কত মিনিট আছে এগুলো চেক করার প্রয়োজন পড়ে। তখন কি কোড ব্যবহার করলে আপনার অবশিষ্ট মিনিট দেখা যাবে এই তথ্য খুঁজে থাকেন। আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়লে রবি মিনিট চেক কোড জানতে পারবেন।

রবি মিনিট চেক কোড

প্রতিনিয়ত এ রবি সিমের গ্রাহক দিন দিন বেড়েই চলেছে। কারণ শহর থেকে শুরু করে গ্রাম অঞ্চলে এখন রবি সিমের নেটওয়ার্ক ভাল পাওয়া যায়। এবং সবার সাথেই সুস্পষ্ট ভাবে কথা বলা যায়। সবাই  অপরজন এর সাথে কথা বলার জন্য ফেক্সিলোড এর দোকান থেকে মিনিটি কিনে থাকেন। কিন্তু লাষ্ট কত মিনিট আছে এই তথ্য জানেন না। রবির মিনিট চেক করতে হলে প্রথমে আপনার মোবাইলে ডায়েল অপশনে যাবেন। এরপর *২২২*২#  অথবা *২২২*৯# তুলে কল করলে অল্প কিছুক্ষন এর মধ্যে আপনার অবশিষ্ট মিনিট দেখতে পারবেন।

রবি মিনিট অফার

প্রত্যেকটা রবি সিমে কোম্পানি থেকে মিনিট কেনার জন্য অফার দিয়ে থাকেন। সে অফারগুলো এসএমএসের মাধ্যমে কাস্টমারের কাছে পৌঁছিয়ে দেয়। আপনার রবি সিম যদি অনেকদিন বন্ধ থাকে অথবা আপনি যদি বেশি কথা বলে থাকেন তাহলে কাস্টমারের সুযোগ সুবিধার জন্য কোন টাকায় মিনিট কেনার অফার দেয়।

এবং আপনি আপনার সিমে কোড ব্যবহার করেও আপনার মিনিট অফার দেখতে পারবেন। আপনি *০#  অথবা স্পেশাল মিনিট অফার দেখার জন্য *১২৩*১২২#  এক ডায়াল করে আপনার রবি সিমের মিনিট অফার দেখতে পারবেন। এরপর ব্যালেন্সের টাকা দিয়ে অথবা ফেক্সিলেটর দোকান থেকে আপনি মিনিট ক্রয় করতে পারবেন।

রবি ফ্যামেলি প্যাক মিনিট চেক

এক মাসের জন্য রবি সিমে মিনিট, এমবি, এসএমএস সহ ফ্যামিলি প্যাক পাওয়া যায়। আপনি যদি এই ফ্যামিলি প্যাক নিয়ে থাকেন কিন্তু কিভাবে চেক করতে হয় এই তথ্য জানেন না। আপনি ফ্যামিলি প্যাক চেক করতে হলে আপনাকে অবশ্যই এই কোড জানা থাকতে হবে। অর্থাৎ মোবাইলের ডায়েল অপশনে গিয়ে *২২২*২#  এবং *২২২*২৫#  কল করে আপনার রবি সিমের ফ্যামিলি প্যাক চেক করতে পারবেন।

মাই রবি এপ্স থেকে মিনিট ব্যালেন্স চেক

আধুনিক প্রযুক্তির তৈরি রবি গ্রাহকদের সুবিধার জন্য এই অ্যাপ্সটি বানানো হয়েছে করা হয়েছে। আপনার রবি নাম্বার দিয়ে এই অ্যাপ্সে একাউন্ট খুললে আপনি যে কোন সুবিধা ভোগ করতে পারবেন। কারণ এই আছে সকল মিনিট অফার এমবি অফার সহ যে কোন জিনিস ক্রয় করা যায়। এবং এক ক্লিকের মাধ্যমে মিনিট চেক, এমবি চেক এবং টাকা চেক করতে পারবেন। এই অ্যাপসে প্রবেশ করার মাত্রই সবকিছুই সামনে ভেসে উঠবে। এবং সহজেই আপনার বিভিন্ন ব্যালেন্স দেখতে পাবেন।

রবি সিমের সকল কোড সমূহ

অনেকেই রবি সিম ব্যবহার করেন কিন্তু প্রয়োজনীয় কোড গুলো জানেন না। রবি সিমে অনেক গুলো কোড রয়েছে। মিনিট চেক করা এবং এমবি চেক করার জন্য আলাদা আলাদা কোড ব্যবহার করতে হবে। আপনি যদি মূল ব্যালেন্স চেক করতে চান সে ক্ষেত্রেও আপনাকে আলাদা কোড ডায়াল করতে হবে। আমরা বিভিন্ন কোড গুলো একসাথে করে আপনাদের সুবিধার্থে উল্লেখ করে দিয়েছি।

রবি সিমের সকল অফার চেক কোড সমূহ
রবি ব্যালেন্স চেক কোড*২২২#
রবি নাম্বার কোড*১৪০*২*৪#
রবি ইন্টারনেট ব্যালেন্স চেক কোড*২২২*৮১# অথবা *৮৪৪৪*৮৮#
রবি এমএমএস চেক*২২২*১৩# অথবা *২২২*১০#
রবি প্যাকেজ চেক কোড*১৪০*১৪#
রবি মিনিট চেক কোড*২২২*২#  অথবা *২২২*৯#
রবি সিমের কাস্টমার কেয়ার নাম্বার১২১

শেষ কথা

আপনারা যারা রবি সিম ব্যবহার করেন কিন্তু কিভাবে মিনিট চেক করতে হয় এ তথ্য জানেন না। রবি মিনিট চেক করার অনেকগুলো কোড রয়েছে। আপনাকে এ কোড ব্যবহার করে রবির মিনিট চেক করতে হবে। ইতিমধ্যে আমরা রবি সিমের বর্তমান দরকারি কোড সমূহ গুলো উল্লেখ করেছি। আশা করি আপনি আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়েছেন এবং রবি মিনিট চেক কোড জানতে পেরেছেন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top