Tofen Syrup ( টোফেন ) এর কাজ কি
শুধুমাত্র এই টোফেন সিরাপ বাচ্চাদের ঠান্ডা জনিত সমস্যা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয়। যে সকল বাচ্চাদের সাধারণত ঠান্ডা-কাশি, সর্দি লেগেই থাকে তাদেরকেই মূলত এই ওষুধগুলো ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। বিশেষ করে শীতের মৌসুমে বাচ্চাদের সব থেকে বেশি ঠান্ডা, সর্দি-কাশি লেগে থাকে। আর এই টোফেন সিরাপ বেক্সিমকো ফার্মাসিটিক্যাল কোম্পানি দ্বারা উৎপাদিত।
তাই ছোট বাচ্চাদের ক্ষেত্রে সর্দি কাশি, হাঁপানি, এলার্জি জনিত সমস্যা, চোখ উঠা এবং যদি বুকে কফ জমা ইত্যাদি সমস্যা নিরাময়ের জন্য টোফেন সিরাপ অনেক বেশি কার্যকরী। তাই কোন শিশুদের মধ্যে এই লক্ষণ গুলি দেখা দিলে বিভিন্ন ডাক্তারগণ টোফেন সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকে। এছাড়াও বাচ্চাদের টোফেন সিরাপ এর কাজ কি তা বিস্তারিতভাবে জানতে শেষ পর্যন্ত পড়ুন।
Tofen Syrup এর কাজ কি
এই সিরাপটি মূলত বাচ্চাদের জন্য দেওয়া হয়ে থাকে। যে সকল বাচ্চাদের প্রতিনিয়ত ঠান্ডার সমস্যা থাকে তাদেরকে ডাক্তার এটি খাওয়ানোর পরামর্শ দিয়ে থাকেন। বাচ্চার বয়স ও ঠান্ডা তীব্রতার উপর নির্ভর করে ডাক্তার এটি সর্বোচ্চ একমাস পর্যন্ত খাওয়াতে বলতে পারেন। সিজনাল ঠান্ডা সর্দি বা হাসির জন্য Tofen Syrup খুবই কার্যকর।
টোফেন সিরাপ এর কাজ কি
শিশু বাচ্চাদের ঠান্ডা জনিত অসুখের বিরুদ্ধে ব্যাপকভাবে এই টোফেন সিরাপ ব্যবহার করা হয়। আপনার শিশু যদি ঠান্ডা,সর্দি-কাশি ও হাঁপানি থেকে থাকে তাহলে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার শিশুকে নিয়ম অনুযায়ী খাওয়াতে পারেন। যেকোন ডাক্তারের দোকানে এই ওষুধের মূল্য রাখবে ৭০ থেকে ৭৫ টাকা।
ছোট বাচ্চাদের কখনো সর্দি কাশি বা ঠান্ডা লাগলে তা অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হয়। ছোট বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতা এমনিতেই অনেক কম হয়ে থাকে। তো ছোট বাচ্চাদের যে কোন অসুখের প্রতি বেশ নজর দেওয়া উচিত। এবং সঠিক চিকিৎসা নিয়ে তা সারিয়ে ফেলা উচিত। বিশেষ করে শীতের সময় অবশ্যই আসলে বাচ্চাদেরকে সাবধানের সহিত রাখতে হবে।
টোফেন সিরাপ কিসের ঔষধ
সাধারণত ১ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য একটু টোফেন সিরাপ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন ডাক্তারগন। ছোট বাচ্চাদের জন্য টোফেন সিরাপ ব্যবহার করা হয়। বিশেষ করে গুরুত্ব সহকারে এবং কঠোরভাবে হাঁপানীর প্রতিরােধমূলক চিকিৎসায়। বিভিন্ন এলার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজাংটিভাইটিস-এর লক্ষণযুক্ত চিকিৎসায়। সর্দি-কাশি, হাঁপানি, এলার্জি জনিত সমস্যা, চোখ উঠা সহ বিভিন্ন রোগী নিরাময়ের জন্য এইট টোফেন সিরাপ।
টোফেন সিরাপ খাওয়ার নিয়ম
একটি বাচ্চার অসুস্থতার উপর ভিত্তি করে যে কোন ঔষধের খাওয়ার নিয়ম এবং মাত্রার পরিবর্তন হয়ে থাকে। তাই বাচ্চা কতটুকু অসুস্থ সেটি অবশ্যই নির্ণয় করে পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়ার নিয়ম টি জেনে নিন। তবে প্রাথমিকভাবে এই টোফেন সিরাপ খাওয়ার কিছু নিয়ম রয়েছে যেমনঃ
- এক বছরের শিশুদের জন্য হাফ চামচ করে দিনে দুই বেলা।( সকালে ও রাতে)
- ১-৩ বছর শিশুদের জন্য ১ চামচ করে দুই বেলা। ( সকালে ও রাতে)
- ৩-৬ বছর শিশুদের জন্য দের চামচ করে দুই বেলা। ( সকালে ও রাতে)
- ৬-১২ বছর শিশুদের জন্য ২ চামচ করে দিনে দুই বেলা। ( সকালে ও রাতে)
ছোট বাচ্চাদের জন্য মূলত এই ওষুধটি ব্যবহার করা হয়। অর্থাৎ 1 থেকে 12 বছর বয়সী শিশুদের জন্য এই ওষুধ ব্যবহারযোগ্য। তবে অবশ্যই একজন অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপনার শিশুকে এই ওষুধ গ্রহণ করাবেন।