টিবি রোগের ঔষধের নাম কি

যতটা সম্ভব টিভি রোগ হলে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করুন। টিবি রোগ ছোয়াচে রোগ এবং বাতাসের মাধ্যমে এ রোগ ছড়ায়। একজন ব্যক্তির বিভিন্ন অঙ্গে এই টিভি রোগ বা যক্ষা হতে পারে। তা এ রোগ থেকে নিরাময় পেতে হলে যতটা সম্ভব সাবধান এবং সঠিক চিকিৎসা গ্রহণ করুন।

তবে এতে সুস্থ হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ ছাড়া বিকল্প কিছু নেই। এই টিভি রোগ হলে ফুসফুস সহ শরীরের বিভিন্ন অঙ্গে এর প্রভাব পড়তে পারে। অর্থাৎ এটি মারাত্মক একটি রোগ, টিউবারকিউলোসিস ব্যক্তিদের দ্বারা ঘটে থাকে। সাধারণ ক্ষেত্রে তিন সপ্তাহের বেশি সময় ধরে কাশি, বুকে ব্যথা অনুভব করা, কাশির সঙ্গে র*ক্ত যাওয়া।

নিজেকে দুর্বল লাগা, ওজন কমে যাওয়া, খিদে কমে যাওয়া এবং রাতের বেলা ঝড় অনুভব হয় ইত্যাদি উপসর্গ দেখা দিলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। আর সুচিকিৎসা গ্রহণের মাধ্যমেই টিভির থেকে মুক্তি পাওয়া যায়। তাই কাল বিলম্ব না করে চিকিৎসা গ্রহণ করুন এবং এই পোস্ট থেকে টিবি রোগের ঔষধের নাম জেনে নিন।

টিবি রোগের ঔষধের নাম

টিভি রোগের বিরুদ্ধে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে প্রতিবছর ২৪ মার্চ বিশ্ব টিবি দিবস পালন করা হয়। বিশেষজ্ঞদের কথায়, সারা বিশ্বের মোট টিবি রোগীর ২৮ শতাংশই রয়েছে ভারতে। উল্লেখ ২০১৮ সালে টিভি রোগে আক্রান্ত এক কোটি  মানুষের মধ্যে ১৫ লক্ষ মানুষ মারা যায়। এছাড়াও এটি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে বিশ্বব্যাপী মোট যক্ষ্মা রোগীর ১২ শতাংশ শিশু।

তবে সঠিক চিকিৎসা অবশ্যই টিভি রোগী ব্যক্তিদেরকে নিতে হবে। এবং ডাক্তারের সাথে সঠিকভাবে পরামর্শ নিতে হবে। ভুল চিকিৎসা গ্রহণে টিভি রোগের ব্যক্তিদের আরও মারাত্মক সমস্যা তৈরি করতে পারে। তবে এক্ষেত্রে আপনাদের শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে আজকের আলোচনায় টিবি রোগের ঔষধের নাম উল্লেখ করেছি। তবে ওষুধগুলো অবশ্য ডাক্তারের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন।

  • আইসোনিয়াজিড
  • র‍্যাইফাম্পিসিন
  • পিরাজিনামাইড
  • ইথাম্বুটুল
  • স্ট্রেপ্টোমাইসিন

টিবির সবচেয়ে ভালো ঔষধ কোনটি?

আপনার টিভি রোগ হলে নিজেকে আইসোলেশনে রাখু*ন। মাস্ক পরিধান করুন, ভাল হাওয়া-বাতাস খেলে এমন ঘরে থাকবেন। এবং মাঝে মাঝে ব্লাড সুগার চেক করুন। সর্বোপরি ডাক্তারের সাথে প্রতিনিয়ত যোগাযোগ রাখু*ন। এই রোগটি ছোঁয়াচে রোগ। তাই আশেপাশের ব্যক্তিদেরকে সুস্থ রাখতে নিজেকে সাবধানে রাখু*ন।

যদি আপনার টিভি রোগ সক্রিয় থাকে তাহলে সম্ভবত ৬ থেকে ১২ মাসের জন্য আপনাকে অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধের সংমিশ্রণে চিকিত্সা করা হবে। এছাড়া আরো ভিন্ন ভিন্ন ওষুধ ডাক্তাররা আপনাকে খাওয়ার পরামর্শ দিয়ে থাকবেন। এর মধ্যে উল্লেখযোগ্য সক্রিয় টিবির সবচেয়ে সাধারণ চিকিৎসা হল আইসোনিয়াজিড আইএনএইচ-এর সাথে অন্য তিনটি ওষুধ। যথা

  • রিফাম্পিন
  • পাইরাজিনামাইড
  • এবং ইথামবুটল।

টিবি ট্যাবলেট এর নাম কি?

বিভিন্ন কোম্পানি যারা টিভি রোগের ঔষধ এবং ট্যাবলেট উৎপাদিত হয়ে থাকে। তবে নিচে উল্লেখিত বিভিন্ন ওষুধ রয়েছে। যেগুলো সাধারণ ক্ষেত্রে রোগ নির্ণয় করে টিভি রোগীদের জন্য ওষুধগুলো খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। তবে অবশ্যই নিচে উল্লেখিত ওষুধগুলো নির্দিষ্ট ডোজ পর্যন্ত ব্যবহার করা পরামর্শ দেওয়া হয়ে থাকে। অতএব টিভি রোগীদের জন্য এ থেকে নিরাময় পেতে ট্যাবলেট এর নাম জেনে নিন।

  • রিফ্যাক্সিম
  • রিফাম্পিসিন
  • ক্লারিথ্রোমাইসিন
  • ইথাম্বুটোল
  • ইসোনিয়াজিড

টিবি রোগের ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া

যে সকল ব্যক্তি টিভি রোগে আক্রান্ত। তাদেরকে বিভিন্ন ওষুধ গ্রহণ করতে হয়, এক্ষেত্রে টিভি রোগীদের জন্য তাদের ওষুধ গ্রহণের ক্ষেত্রে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া এবং গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে। তবে সাধারণ পার্শ্ব প্রতিক্রির মধ্যে একজন ব্যক্তির মাথাব্যথা, বমি বমি ভাব, খাবারের অরুচি এবং ডায়রিয়া হওয়া ইত্যাদি ইত্যাদি।

এছাড়াও টিভি রোগে আক্রান্ত ব্যক্তিদের বিভিন্ন ওষুধ গ্রহণ করার ফলে গুরুতর যে মারাত্মক পাশে প্রতিক্রিয়া লক্ষণীয় হতে পারে তা হচ্ছেঃ কিডনির সমস্যা, লিভারের সমস্যা দেখা দেওয়া, র*ক্তে ইলেকট্রোলাইটের মাত্রা অস্বাভাবিক হওয়া। এমন কি শরীরের বিভিন্ন অংশে র*ক্তপাত হওয়া ইত্যাদি।অতএব পার্শ্বপ্রতিক্রিয়ার উপর ভিত্তি করে ডাক্তারের সাথে যোগাযোগ রাখু*ন। এবং ‍চিকিৎসা গ্রহন করতে থাকুন।

শেষ কথা

আশা করতেছি  ইতিমধ্যে এই পোস্ট থেকে আপনারা অনেক বেশি উপকৃত হয়েছেন। এবং এই পোস্ট থেকে টিবি রোগের ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পেরেছেন। তবে অবশ্যই ওষুধ জেনে নেওয়ার পাশাপাশি আপনাকে ডাক্তারের সাথে পরামর্শ নিতে হবে।

তবে এখান থেকে ওষুধের নাম জেনে নিয়ে কখনোই ওষুধ গ্রহণ করবেন না। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও উপরে উল্লেখিত ওষুধগুলো গ্রহণ করুন। এই পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অন্যদের মাঝে শেয়ার করুন। ধন্যবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top