শবে মেরাজ কবে ২০২৫
লাইলাতুল মেরাজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ দিন। আর মেরাজ শব্দের অর্থ ঊর্ধগমন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম স্বশরীরে এবং সজ্ঞানে জাগ্রত অবস্থায় তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন। এরপর পর্যায়ক্রমে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে করে আরশে আজিম পর্যন্ত ভ্রমন করেন।
মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি তিনি জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করেন। তবে মহানবী সাল্লাল্লাহু আলাই সালাম এর মেরাজ গমনের পর থেকে এই দিনটি প্রত্যেক মুসলমান অত্যন্ত ফজিলতের সাথে পালন করে থাকে। তবে প্রত্যেকের নির্দিষ্ট এবং সঠিক তারিখ জেনে রাখা উচিত। কেননা এই শবে মেরাজের সঠিক সময় নিয়ে বিভিন্ন মতামত দেখা যায়। তবে এখান থেকে সঠিক শবে মেরাজ কবে ২০২৫ তা বিস্তারিত জানুন।
শবে মেরাজ কবে ২০২৫
চলতি বছর শবে মেরাজ ফেব্রুয়ারি মাসে পালিত হবে। ইতমদ্ধেই ইসলামিক ফাউন্ডেশন থেকে এই তারিখ নির্ধারণ করা হয়েছে। আমরা সকলেই হয়তো মেরাজের ঘটনা সম্পর্কে অবগত। এমনকি নিশ্চয়ই এই মিরাজের ফজিলত সম্পর্কে অবগত। প্রতিটা মুসলমানের জন্য এই সবে মেরাজের সময় অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রিতেই মহান আল্লাহ তায়ালার দিদার লাভ করেছিলেন।
এ মেরাজের রাত্রিতেই উম্মতি মোহাম্মদী আমাদের জন্য পাঁচ ওয়াক্ত নামাজ হাদিয়া নিয়ে এসেছেন। এবং জান্নাত, জাহান্নাম তিনি পরিদর্শন করেছেন। প্রতিবছর প্রত্যেক মুসলমান এই মিরাজের রাত্রিকে বিভিন্ন ইবাদতের মধ্য দিয়ে পালন করে থাকেন। ২০২৫ সালের কত তারিখে এবং কি মাসে এই মেরাজ প্রত্যেক মুসলমান পালন করবে তার নির্দিষ্ট তারিখ এখানে উল্লেখ করা হয়েছে।
শবে মেরাজ ২০২৫ কবে?
২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শবে মেরাজ পালিত হবে। এ রাত্রিতে আপনি চাইলে বেশি বেশি নফল ইবাদত করতে পারেন। কেননা এ রাত্রি অন্যান্য স্বাভাবিক রাত্রির থেকে অনেক বেশি ফজিলতপূর্ণ।
তাই এ রাত্রিতে বেশি বেশি কুরআন তেলাওয়াত করুন, আল্লাহর ইবাদত করুন। এমনকি রোজা রাখু*ন। এবং মহান আল্লাহ তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করুন। থানা এই সময় আল্লাহ তাআলা তার বান্দার সকল দোয়া কবুল করে থাকেন।
শবে মেরাজের ফজিলত ও হাদিস
আগামী ২০২৫ সালে শবে মেরাজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তবে তার পূর্বে প্রত্যেকের এই রাত্রির ফজিলত সম্পর্কে জেনে রাখা উচিত। তবে কিছু হাদিস অবশ্যই প্রত্যেক মুসলমানের জেনে রাখা আবশ্যক। যেমন এই রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ তায়ালার সাথে সাক্ষাৎ করেন। এবং বিভিন্ন বিষয় সম্পর্কে শিক্ষা লাভ করেন।
এবং এই রাত্রিতে জান্নাত এবং জাহান্নাম তিনি দেখতে পান। এবং মহান আল্লাহ তায়ালার সাথে কথপকথন করে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হিসেবে হাদিয়া নিয়ে আসেন। এবং এই রাতে রাসুলুল্লাহ (সা.) মুসলমানদের জন্য অনেক বরকত ও কল্যাণ লাভের সুযোগ সৃষ্টি করেন।
শবে মেরাজে যে কাজ গুলো করণীয়
আগামী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে শবে মেরাজ পালিত হবে। তাই আপনি তথ্য জেনে থাকলে আপনার আশেপাশের আমি ব্যক্তিদের কেউ জানিয়ে দিন। এবং এসব মেরাজের রাত্রিতে একজন মুসলমানের কিছু করণীয় থাকে। তা হচ্ছেঃ
- এ রাতে বেশি বেশি নামাজ পড়া।
- কুরআন তিলাওয়াত করা।
- দরুদ শরিফ পাঠ করা।
- আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
- নফল রোজা রাখা।
শেষ কথা
আগামী ২০২৫ সালে শবে মেরাজ কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং কবে পালিত হবে আশা করতেছি তার সঠিক সময়টুকু আমাদের এই পোস্ট থেকে জানতে পেরেছেন। উনি অনলাইনে অনুসন্ধান করলে ২০২৫ সালের শবে মেরাজের বিভিন্ন তারিখ আপনি দেখতে পারবেন। এতে কিছুটা বিভ্রান্তিতে পড়তে পারেন। তবে আশা করা যায় আজকের এই পোস্টে শবে মেরাজ কবে ২০২৫ সঠিক তারিখটি জানতে পেরেছেন। ধন্যবাদ