পেট ব্যাথার ট্যাবলেট এর নাম কি

পেট ব্যাথা একটি মারাত্মক ধরনের রোগ। কারণ কারো যদি পেট ব্যাথা শুরু হয় অতিরিক্ত ব্যাথা হলে সহ্য করার ক্ষমতা থাকে না। পেটের মধ্যে অনেকগুলো কারণে ব্যাথা হতে পারে। কিছু কিছু ব্যাথা ভিন্ন রকম হয়ে থাকে। প্রায় প্রত্যেকটা মানুষেরই এই প্রধান সমস্যায় পড়তে হয়। কম বেশি প্রায় সব মানুষেরই এই পেট ব্যাথা হয়।

আপনার যদি অল্প এবং সাধারণ পেট ব্যাথা হয়ে থাকে তাহলে আপনি একটি ট্যাবলেটের মাধ্যমে আপনার ব্যাথা নিরাময় করতে পারবেন। এজন্য আপনাকে একটি ভালো মানের ট্যাবলেট সেবন করতে হবে। কিছু সময় অল্প ব্যাথার জন্য ডাক্তারের কাছে গেলে অনেক ধরনের ঔষুধ দিয়ে টাকা বেশি নিয়ে থাকে। অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবেন।

পেট ব্যাথার ট্যাবলেট এর নাম

আপনার কি ধরনের পেট ব্যাথা এইটা আগে জানতে হবে। কারণ পেট ব্যাথার ধরন অনুযায়ী ভিন্নরকম ট্যাবলেট খেতে হয়। অনেক সময় অল্প পেটব্যাথা থেকে বেশি মাত্রায় চলে যায়। আপনার যদি অতিরিক্ত পেট ব্যাথা হয় তাহলে তাহলে ডাক্তারের পরামর্শ নিতে হবে। এবং যদি ছোট খাটো গ্যাসের সমস্যা হয় অথবা তল পেটে ব্যাথা হয় তাহলে আপনি আমাদের দেওয়া এই ট্যাবলেট খেলেই অল্প কিছুদিনের মধ্যেই আপনার পেট ব্যাথা ভালো হয়ে যাবে। যেমনঃ

  • Norvis Tablet 
  • Algin Tablet 
  • Losectil Tablet
  • Rabeloc Tablet 
  • Rekool Tablet

দ্রুত পেট ব্যাথা কমানোর উপায়

কিছু মানুষের অল্প সময়ে প্রচন্ড পেট ব্যাথা শুরু হয়। এ পেট ব্যাথা সহ্য করতে না পেরে অনেকেই চিৎকার শুরু করে দেয়। এই পেট ব্যাথা কমাতে চাইলে আপনাকে ভালো মানের ঔষধ সেবন করতে হবে। অনেকেই ডাক্তারের কাছে না যেতে পেরে অনলাইনের মাধ্যমে দ্রুত পেট ব্যাথা কমানোর উপায় সম্পর্কে জানার চেষ্টা করে।

আপনাকে দেখতে হবে যদি গ্যাসের সমস্যা হয় তাহলে সাথে সাথেই একটি ভালো গ্যাসের ট্যাবলেট খাওয়াতে হবে। আর যদি অন্য কোন সমস্যা হয় অতি দ্রুত ডাক্তারের কাছে পৌঁছাতে হবে। সাধারণভাবে আপনি আমাদের দেওয়া এই ট্যাবলেট গুলা খেলেই দ্রুত পেট ব্যাথা কমে যাবে।

  1. Rabium Tablet 
  2. Tobitil Tablet
  3. Nexum Capsole
  4. Antacid Tablet
  5. Algin 100 mg Tablet

তলপেটে ব্যাথার ট্যাবলেট এর নাম

সবচেয়ে তলপেটের ব্যাথাটা অনেক মারাত্মক হয়। কারণ তলপেটে ব্যাথা উঠলে অনেক জ্বালাপোড়া করে। এবং দ্রুত ডাক্তারের পরামর্শ নেওয়া প্রয়োজন। অনেকেরই মাঝেমধ্যে তলপেটের ব্যাথা ওঠে। আগে আপনাকে তলপেটের কি কারনে ব্যাথা উঠে এটা জানতে হবে। এরপর আপনাকে ব্যাথা অনুযায়ী ঔষুধ সেবন করতে হবে। এবং সাথে আপনাকে কিছু গ্যাসের ঔষুধ খেতে হবে। আপনি আমাদের দেওয়া এই ট্যাবলেট গুলা খেলে দ্রুত তলপেট ব্যাথার সমস্যা ভালো হয়ে যাবে।

  • Motigut 10 mg
  • Omep 20 mg
  • Algin Tablet
  • Naproxen Tablet

গ্যাস্টিক পেট ব্যাথা ঔষধ

প্রত্যেকটা মানুষের গ্যাস্ট্রিক একটি কমন ব্যাপার হয়ে গেছে। কারণ এখন মানুষ খাবারের তালিকায় চর্বি সহ তেল এবং ভাজি পোড়া বেশি রাখে। এবং খাবারে অসচেতন থাকার কারণে গ্যাস্ট্রিকের সমস্যা প্রতিনিয়ত সবার ক্ষেত্রে বেড়েই চলেছে। প্রায় সব ধরনের মানুষের এই গ্যাস্ট্রিকের সমস্যা দেখা যাচ্ছে। এই গ্যাস্ট্রিক সমস্যা থেকে অনেকেরই পেট ব্যাথার সমস্যা হয়ে যায়। তখন সবাই পেট ব্যাথা কমানোর জন্য ঔষুধের নাম গুলো খুজে থাকে। দেখে নিন গ্যাস্ট্রিকের পেট ব্যাথা কমানোর ওষুধ গুলো

  1. Rabeprazole Tablet
  2. Serget Tablet
  3. Finix Tablet 
  4. Esomiloc Tablet 
  5. Maxpro Tablet 
  6. Esoloc Tablet 
  7. Losectil Tablet
  8. Rabecare Tablet
  9. Omiprazol Tablet
  10. Seclo Mups 

প্রত্যেকটা মানুষের হঠাৎ করে পেট ব্যাথার সমস্যা হয়। তখন দ্রুত পেট ব্যাথা কমানোর জন্য অনেকেই অনলাইনের মাধ্যমে ট্যাবলেটের নাম জানার চেষ্টা করে। ইতিমধ্যেই আমরা এই পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের পেট ব্যাথার ট্যাবলেটের নাম উল্লেখ করেছি। প্রাথমিকভাবে পেট ব্যথা কমানোর জন্য আপনি এ সকল ওষুধগুলো সেবন করতে পারেন। তবে আপনার যদি দীর্ঘমেয়াদি পেট ব্যাথা থেকে থাকে তাহলে একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top