নরমাল ঘুমের ঔষধের নাম কি

অতিরিক্ত দুশ্চিন্তার ফলে অনিদ্রার মতো ঘুমের ব্যাধি রয়েছে হাজারো মানুষের। কম বেশি ঘুমের সমস্যার কারণে অনেকের দিনে এবং রাতে ঘুমাতে অনেক বেশি সমস্যা হয়। বিশেষ করে সব থেকে রাতে ঘুম না হওয়ার কারণে অনেকেই বিভিন্ন সমস্যায় ভোগে থাকেন। একজন ব্যক্তির সব থেকে বেশি ঘুমের সমস্যা হয় দুশ্চিন্তার ফলে। 

তবে ঘুমের সমস্যা থেকে মুক্তি পেতে আপনি চাইলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। নতুবা বিভিন্ন ঘুমের ঔষধ বিভিন্ন ফার্মেসীর দোকানে পাওয়া যায়। চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন। তবে অবশ্যই এই ঘুমের ওষুধ গুলো গ্রহণ করার পূর্বে একজন ডাক্তারের পরামর্শ নিবেন। কেননা ঘুমের ওষুধ সঠিক না গ্রহণ করার ফলে মৃ*ত্যু ঝুঁকি হতে পারে। তীব্রতার উপর নির্ভর করে ফার্মেসিতে নরমাল বা তীব্র ঘুমের ওষুধ পাওয়া যায়।

নরমাল ঘুমের ঔষধের নাম

কম ঘুম হওয়ার কারণে একজন ব্যক্তি মারাত্মক সমস্যায় পড়তে পারেন। বিশেষ করে যাদের প্রতি রাতে ৬ ঘন্টার কম ঘুম হয় তাদেরকে বলা হয় খারাপ ঘুম। আর এই খারাপ ঘুমের কারণে বিভিন্ন রকম সমস্যা হতে পারে। এতে করে আপনার শক্তি হ্রাস পেতে পারে, ডায়াবেটিস এবং উক্ত র*ক্তচাপের মত সমস্যা হতে পারে। তবে একজন ব্যক্তির ঘুম না হওয়ার বিভিন্ন কারণ থাকতে পারে।

কারো শরীরের বিভিন্ন রকম ব্যথার কারণে, আবার অতিরিক্ত দুশ্চিন্তার কারণে। তবে বিভিন্ন সমস্যার কারণে ডাক্তারগন একজন রোগীকে ঘুমের ওষুধ প্রদান করে থাকেন। তবে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করা অনেক বেশি ক্ষতিকারক। এতে মৃ*ত্যু  ঝুঁকি পর্যন্ত হতে পারে। তাই আপনি যদি কখনো ঘুমের ওষুধ খাওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন।

তাহলে কি কারনে ওষুধ খেতে চাচ্ছেন তা অবশ্যই ডাক্তারকে বলুন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ গ্রহণ করুন। তবে নিয়মিত ঘুমের ঔষধ সেবন করার ফলে মানুষের হার্ট ও ব্রেনের র*ক্তনালীর র*ক্ত চলাচল বন্ধ করে দেয়। অতএব যারা নরমাল ঘুমের ওষুধ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা নিচে উল্লেখিত ওষুধগুলোর নাম জেনে নিন।

  • Laxyl 
  • Epinal
  • Milam 7.5
  • Disopan 2

দ্রুত ঘুমের ঔষধের নাম

অনেকের রাতে Melatonin এর ঘাটতিই হওয়ার কারণে অনিদ্রার দেখা দিতে পারে। এবং Melatonin রাসায়নিক উপাদানের কারণে আমাদের ঘুম হওয়ার প্রবণতা তৈরি হয় এবং ঘুমের নিয়ন্ত্রণ হয়। বাংলাদেশের বিভিন্ন কোম্পানি দ্বারা উৎপাদিত ঘুমের ওষুধ পাওয়া যায়। যেগুলো খুব দ্রুত আপনার স্ট্রেস বা টেনশন কমিয়ে আনতে সহায়তা করে।

তবে এই দ্রুত ঘুমিয়ে যাওয়ার ওষুধ গুলো অনেক বেশি পাওয়ার হয়ে থাকে। যে ওষুধগুলো অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেক। যে ওষুধগুলো একজন ব্যক্তির জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে। অতএব দ্রুত ঘুমের ওষুধের নাম জানতে নিচের তালিকা গুলো  লক্ষ্য করুন।

  • Arotril
  • Xetril
  • Rivo
  • Square
  • Epiclon
  • Disopan
  • Denixil
  • Cloron
  • Clonatril
  • Clonzy
  • Cloma
  • Rivotril
  • Pase
  • Leptic

কম পাওয়ারের ঘুমের ঔষধের নাম

শরীরকে সুস্থ রাখার জন্য ঘুম অনেক প্রয়োজনীয়। অনেকের বিভিন্ন কারণে সঠিক পরিমাণে ঘুমাতে পারেন না। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘুমের ওষুধ ব্যবহার করে থাকেন। তবে ঘুমের ওষুধের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে এবং এর আলাদা আলাদা কার্যকারিতা রয়েছে। বর্তমান সময়ে ঘুমের ওষুধের বিভিন্ন জেনেরিক এর মধ্যে সবচাইতে জনপ্রিয় হচ্ছে ক্রোনাজিপাম।

তবে অবশ্যই ঘুমের ঔষধ কুম পাওয়ারের গ্রহণ করা উচিত। শরীরে সহনশীল ভালো মানের কুম পাওয়ারের ওষুধ গ্রহণ করা অত্যাবশ্যকীয়। যদি বেশি পাওয়ারের ঘুমের ঔষধ সেবন করে থাকেন তাহলে শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনকি অনেকের মৃ*ত্যু পর্যন্ত হতে পারে। তাই শরীরের জন্য সহনশীল কম পাওয়ারের ঘুমের ওষুধ গ্রহণ করা উচিত। অতএব কম পাওয়ারের ঘুমের ওষুধের নাম জেনে নিন।

  • Tensfree 3mg
  • Tynaxe 3mg
  • Xionil 3mg
  • Xiopam 3mg
  • Zepam 3mg
  • Laxyl 3mg
  • Norry 3mg
  • Tarbo 3mg
  • Zerotens 3mg
  • Tenapam 3mg
  • Bopam 3mg
  • Lexnil 3mg
  • Bronze 3mg

ঘুমের ঔষধের নাম কি ও দাম কত

বাংলাদেশের বিভিন্ন কোম্পানির উৎপাদিত ঘুমের ওষুধ পাওয়া যায়। আপনি চাইলে বিভিন্ন রকম এবং বিভিন্ন কার্যকারিতা অনুযায়ী ঔষধ ক্রয় করতে পারেন। যেহেতু বিভিন্ন কোম্পানি দ্বারা ওষুধ উৎপাদিত হয় তাই ঔষধ গুলোর দামও অনেকটা ভিন্ন ভিন্ন হয়।

তবে ফার্মেসির দোকানে গেলে যে ওষুধ  আপনার প্রয়োজন সেখান থেকে খুব সহজে সঠিক দাম জেনে নিতে পারেন। তবে আপনাদের জানানোর উদ্দেশ্যে কয়েকটি ওষুধে নাম এবং দাম একসাথে উল্লেখ করা হলো।

  • Ancotil 3 mg এর দাম ৪ টাকা।
  • Anxio 3 mg এ ঔষধের দাম ৪ টাকা ৫০ পয়সা।
  • Anxionil 3 mg এ ঔষধের দাম ৫ টাকা।
  • Anxirel 3 mg  এ ঔষধের দাম ৪ টাকা।
  • Benzopam 3 mg  এ ঔষধের দাম ৫ টাকা।
  • Bomaz 3 mg এ ঔষধের দাম ৪ টাকা।
  • Bopam 3 mg  এ ঔষধের দাম ৪ টাকা পয়সা।
  • Bromazep 3 mg  এ ঔষধের দাম ৪ টাকা।

পার্শ্ব প্রতিক্রিয়াহীন ঘুমের ঔষধের নাম

প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় থাকে। তবে সেই পার্শ্ব প্রতিক্রিয়া বেশি লক্ষ্য নিয়ে হয় যখন অনিয়মিত ঘুমের ওষুধ গ্রহণ করা হয়। পার্শ্ব প্রতিক্রিয়া হীন ঘুমের ঔষধ গুলো আপনাকে টেনশন মুক্ত করতে সহায়তা করে এবং অনিদ্রা খুব সহজেই দূর করে দেয়। অতএব কয়েকটি ঘুমের ওষুধের নাম উল্লেখ করা হয়েছে, যেগুলো গ্রহণ করলে কোন পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষণীয় হয় না।

  • ট্রিপটন টেন 
  • Filfresh Tablet
  • Ancotil
  • Anxio
  • Anxionil
  • Benzopam
  • Bromazep
  • Brozep
  • Freten
  • Lexnil
  • Lexotanil
  • Peacepil
  • Rem
  • Zerotens

তবে প্রত্যেক ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তার পাশে প্রতিক্রিয়া অনেক বেশি হতে পারে যদি আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঘুমের ওষুধ গ্রহণ করে থাকেন। অতএব আপাতত ঘুমের ওষুধ গ্রহণ করার পর পূর্বে ডাক্তারের পরামর্শ নিন।

যেকোনো ধরনের ঔষধ সেবনের পূর্বে আগে চেষ্টা করুন ওষুধ ছাড়া এই সমস্যাটি সমাধান করা সম্ভব কিনা। বিভিন্ন কারণে ঘুমের ব্যাঘাত করতে পারে। প্রথমে চেষ্টা করুন আপনার ঘুমের মেইন সমস্যাটা কি। যদি অতিরিক্ত দুশ্চিন্তা করে থাকেন তাহলে ওষুধ খেলেও ঘুমের সমস্যার সমাধান হবে না। তাই সর্বপ্রথম সকল দুশ্চিন্তা দূর করতে হবে।

আরও দেখুনঃ

স্কিন এলার্জি ঔষধের নাম কি ২০২৪

টিবি রোগের ঔষধের নাম কি

স্থায়ী মোটা হওয়ার ঔষধের নাম কি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top