ফসলের গুণগতমান বৃদ্ধি এবং ফসলের রোগ নিরাময় এবং বিভিন্ন ধরনের ছত্রাক জনিত প্রতিরোধ করতে নাটিভো এর কাজ অপরিসীম। এই নাটিভো হচ্ছে জার্মান ভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠানের অত্যাধুনিক এবং সর্বাধুনিক প্রযুক্তির একটি ছত্রাক নাশক ঔষধ। যা ধানসহ বিভিন্ন রকম ফসলের রোগ নিরাময় করতে ব্যবহার করা হয়।
তবে সবথেকে বেশি ধানের বিভিন্ন রকম রোগ থেকে মুক্তি দিতে নাটিভো ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের কাজ রয়েছে এই নাটিভো এর। অনেকে রয়েছেন অনলাইনে এসে নাটিভো সম্পর্কে সঠিক তথ্য জানতে চান। কিন্তু অনলাইনে খুব কমই রয়েছে এ সম্পর্কে সঠিক তথ্য। তাই এই আলোচনায় নাটিভো এর কাজ কি বিস্তারিত উল্লেখ করা হয়েছে।
নাটিভো এর কাজ কি
যেহেতু জানতে এসেছেন নাটিভো এর কাজ কি,এটাই এখান থেকে নাটিভো কীটনাশকের কাজ সহ এর দাম কত এবং ব্যবহারের নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য জেনে নিন। ধানের ক্ষেত্রে বিভিন্ন রকম রোগের দেখা দিয়ে থাকে। যা একজন কৃষকের ক্ষেত্রে অনেকটা হয়রানীর। তাই সকল ধরনের ধানের রোগ থেকে মুক্তি পেতে অত্যাধুনিক এবং সর্বাধুনিক ছত্রাকনাশক ঔষধ তৈরি করা হয়েছে।
এই নাটিভো ধানের খোল পড়া রোগ প্রতিরোধ করে থাকে। আবার ধান গাছের গিঁটে পচন হলে তা প্রতিরোধ করে থাকে। এছাড়াও এই ধানের ক্ষেত্রে ব্লাস্ট রোগের কাজ করে থাকে। সর্বোপরি বিভিন্ন রকম সবজির পচন রোধে কাজ করে থাকে। পেঁয়াজের পার্পল ব্লচ রোগের জন্য কাজ করে থাকে। আম অথবা মরিচের এনথ্রাকনেজ রোগ প্রতিরোধ করে থাকে। নিচের প্যারা থেকে থেকে বিস্তারিত জানুন।
নাটিভো কীটনাশক এর কাজ কি
উচ্ছেদক গুন সম্পন্ন ও ছত্রাক নাশক ঔষধ হিসেবে নাটিভো কীটনাশক এর কার্যকারিতা অপরিসীম। বর্তমান সময়ে ধানের ব্লাস্ট রোগের জন্য অত্যন্ত কার্যকরী। ধানের শীষে ছত্রাক নাশক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ ধানের শীষে থাকা ছত্রাককে অতি নিমিষে মেরে ফেলে। এমনকি নাটিভো কীটনাশক ব্যবহারে ফলে ফসল অনেকটা বৃদ্ধি পায়।
নাটিভো এর দাম কত
এই নাটিভো ১০ গ্রাম, ৪০ গ্রাম এবং ১০০ গ্রাম বাজারে পাওয়া যায়। এবং এর মূল্য ১১৫ টাকা থেকে শুরু করে ৭৮০ টাকা পর্যন্ত হয়। ১০ গ্রাম নাটিভো এর মূল্য ১১৫ টাকা। ৪০ গ্রাম নাটিভো এর মূল্য ৩৫০ টাকা। এবং ১০০ গ্রাম নাটিভো এর মূল্য ৭৮০ টাকা।
নাটিভো ব্যবহারের নিয়ম
যদি ধানের ব্লাস্ট হয়ে থাকে তাহলে ১০ লিটার পানিতে ৬ গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে। এবং প্রতি একরে 120 গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে। এছাড়াও আরো বিভিন্ন সমস্যার ক্ষেত্রে প্রতি লিটার পানির ক্ষেত্রে ০.৫০ গ্রাম নাটিভো ব্যবহার করতে হবে।
এছাড়াও করে ১০০ গ্রাম পর্যন্ত ব্যবহার করা যায়। এই নাটিভো ধানে আপনি দুইবার পর্যন্ত ব্যবহার করতে পারেন। এমনকি দুইবার নাটিভো ব্যবহারে ভালো ফলাফল আশা করা যায়। ৪০ থেকে ৪৫ দিনে একবার ব্যবহার করতে পারেন। এবং দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন যখন ধানের শিশ বের হবে।
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে নাটিভো এর কাজ কি সম্পর্কে সঠিক এবং বিস্তারিত জানতে পেরেছেন। যদি এই পোস্ট আপনার কাছে ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশে কৃষক ব্যক্তিদের কে জানিয়ে দিন। যাতে ধানের বিভিন্ন রোগ থেকে অতি সত্বর মুক্তি পেতে পারে। ধন্যবাদ
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।