সাধারণত একজন ব্যক্তির বিভিন্ন কারণে লিভারে সমস্যায় আক্রান্ত হতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হিসেবে থাকতে পারে সংক্রমণ, মদ্যপান, ওষুধ, স্থূলতা, ক্যান্সার ইত্যাদি। আর লিভার হল সবচেয়ে বড় গ্রন্থি। এই লিভার গুরুত্বপূর্ণ অনেকগুলো কাজ করে। এটি বিশেষ করে হজম, পুষ্টির বিপাক ও সঞ্চয়, ওষুধ, মদ এবং বিপাকে কাজ করে থাকে।
অপরিচ্ছন্ন এবং অগোছালো জীবন পরিচালনার ক্ষেত্রে লিভারের বিভিন্ন রকম সমস্যা হয়ে থাকে। যদি লিভারের সমস্যা অনেক বেশি মনে হয়। তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করা।
লিভারের ঔষধের নাম
এই লিভারের সমস্যার সঠিক চিকিৎসা পেতে হলে আপনার উপসর্গগুলি বিশেষভাবে খেয়াল করতে হবে এবং বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার সমস্যা চিহ্নিত করতে হবে। এক্ষেত্রে উপসর্গ হিসেবে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। যেমন চোখের সাদা অংশ হলুদ হয়ে যেতে পারে। ত্বকের চুলকানি, পেট ফুলে ওঠা, প্রস্রাবের রং গাড় হয়ে যাওয়া, ফ্যাকাসে মলত্যাগ।
নাক দিয়ে র*ক্ত পড়া, আবার র*ক্ত জমাট বেঁধে যাওয়া ইত্যাদি লক্ষণ বা উপসর্গ দেখা দিতে পারে। তবে লিভারের বিশেষ কয়েকটি রোগ রয়েছে। আর সেই রোগ গুলি হচ্ছেঃ হেপাটাইটিস, ফ্যাটি লিভার, কর্কটরাশি, সিরোসিস, লিভার ব্যর্থতা ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে লিভারের হয় এমন রোগের সংখ্যা বা ১০০ টিরও বেশি। লিভারের সমস্যা থেকে মুক্তি পেতে কি কি ওষুধ গ্রহণ করা হয় তা জেনে নিন।
- সিলিবিন ১৪০ ক্যাপসুল
- লিভেক ক্যাপসুল
- ইকটার্ন সিরাপ ৪৫০ মিলি
- Radisil Capsule
ফ্যাটি লিভারের ঔষধের নাম কি
লিভারে ফ্যাট উৎপন্ন হওয়ার অবস্থাকে ফ্যাটি লিভার বলা হয়। তবে সাধারণত ফ্যাটি লিভার হওয়ার কারণগুলি অতিরিক্ত পরিমাণ মদ খাওয়া, এলোপাথাড়ি অগ্রহণযোগ্য খাদ্য গ্রহণ করা, স্থূলতা, মধুমেহ এবং বেশি পরিমাণে ঔষধ গ্রহণ করা। তবে এই ফ্যাটি লিভার আপনার জন্য অনেক বেশি ক্ষতির কারণ হতে পারে।
প্রথমে ডাক্তারের সাথে পরামর্শ নিন এবং রোগ নির্ণয় করার চেষ্টা করুন। অথবা পরবর্তীতে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিভিন্ন ঔষধ গ্রহণ করুন। তবে যারা ফ্যাটি লিভারের ওষুধের নাম জানতে চাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র এখানে কয়েকটি ওষুধের নাম উল্লেখ করেছি।
- ফিব্রোসট্যাটিকস
- ওরলিস্ট্যাট
- এন্টি-ইনফ্লেমেটরি ড্রাগস
- ইন্ডোমেটাসিন
- নাপ্রোক্সেন
লিভারের হোমিওপ্যাথি ঔষধের নাম
হোমিওপ্যাথি ওষুধগুলো সাধারণত বিভিন্ন প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয়। যা রোগ নিরাময় করতে অনেক বেশি কার্যকরী হয়। তবে খুব গুরুত্ব সহকারে হোমিও ওষুধের সঠিক ব্যবহার এবং নির্ণয় খুব দ্রুত লিভারের সমস্যা দূর হয়। অতএব লিভারের বিভিন্ন সমস্যায় নিচে দেওরেয়া উল্লেখিত হোমিওপ্যাথি ওষুধগুলো ব্যবহার করতে পারেন। তবে তা অবশ্যই সঠিক রোগ নির্ণয় করে রোগ অনুযায়ী ওষুধ গ্রহণ করতে হবে।
- নাক্সভোমিকা
- চিকোরি
- কার্বোভেজিটাবেলিস
- ফসফরাস
- নাক্স ভমিকা
- চেলিডোনিয়াম
- ক্যালকেরিয়া কার্ব
- লাইকোপডিয়াম
শেষ কথা
আশা করতেছি ইতিমধ্যে আপনারা এই আলোচনা থেকে লিভারের ঔষধের নাম সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এই আলোচনা ইতিমধ্যে বিভিন্ন ওষুধ এবং ট্যাবলেটের নাম উল্লেখ করার চেষ্টা করা হয়েছে। তবে অবশ্যই উপরে উল্লেখিত ঔষধ গুলো গ্রহণ করার পূর্বে একজন ডাক্তারের সাথে যোগাযোগ করবে। যদি এই পোস্ট থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার আশেপাশের ব্যক্তিদেরকে জানিয়ে দেন। ধন্যবাদ
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।