সাধারণ ক্ষেত্রে সব থেকে বেশি প্রবীনদের হাটুতে ব্যথা হয়ে থাকে। একজন ব্যক্তির বয়স বৃদ্ধির সাথে সাথে পারিপার্শ্বিক টিস্যুর গঠন ক্রমাগত ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে এ জয়েন্টে ব্যথা লক্ষনীয় হয়। এছাড়া বিভিন্ন কারণে হাঁটুর জয়েন্টে ব্যথা হতে পারে। হাঁটুরগিটে আঘাত পেলে, এক্সিডেন্ট করলে হাটুর জয়েন্টে ব্যথা হতে পারে।
তবে হাঁটুর জয়েন্টে ব্যথার কারণে হাঁটাচলা অনেকটা কষ্টের হয়। বলতে গেলে অনেকেই এই হাঁটুর জয়েন্টের ব্যথার কারণে হাটতেই পারে না। তবে অবশ্যই হাঁটুর ব্যথা সারানোর জন্য প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করতে হবে। এক্ষেত্রে জ্ঞান অর্জন বা জেনে নেওয়ার উদ্দেশ্যে হাটুর জয়েন্টে ব্যথা ঔষধ নাম সম্পর্কে জেনে রাখতে পারেন।
হাটুর জয়েন্টে ব্যথা ঔষধ নাম
অল্প বয়সী ব্যক্তিদের ক্ষেত্রে সাধারণত আঘাত বা বিভিন্ন ইনজুরির কারণে হাটুতে ব্যথা হয়ে থাকে। আর প্রবীণ দের ক্ষেত্রে টিস্যু ভঙ্গুর হয়ে যাওয়ার কারণে হাটুতে ব্যাথার সৃষ্টি হয়। হাটু শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। যা পুরো শরীরের ওজন হাটুর উপর নিহিত থাকে। তাই হাঁটুতে কিছু হলে হাঁটাচলা করতে পুরোটাই সমস্যা হয়।
তবে এই হাঁটুর ব্যথা অতি দ্রুত ঠিক করার জন্য একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। আর হাঁটুর ব্যথা নিরাময়ের জন্য ফিজিওথেরাপি সবথেকে উপকারী। এছাড়াও ব্যথা নিয়মের জন্য বিভিন্ন প্রকার ঔষধ গ্রহণের পরামর্শ দিয়ে থাকেন বিভিন্ন ডাক্তারগণ। যেমনঃ
- এফেনাক।
- ক্লোফেনাক
- ক্যালবো – ডি।
হাটুর ব্যাথা সারানোর ঔষধ এর নাম কি
অস্টিওআর্থারাইটিস, বেকার’স সিস্ট, সংক্রমণ, শারীরিক আঘাত, রিউমটয়েড আর্থারাইটিস, বাত ইত্যাদি কারণে একজন ব্যক্তির হাটুতে ব্যথা তৈরি হতে পারে। তবে এর জন্য সঠিক এবং বিশেষ চিকিৎসা রয়েছে। তবে আপনি চাইলে ঘরোয়া চিকিৎসা নিতে পারেন। অথবা একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিতে পারেন। যেমনঃ
- ডিক্লোমল ট্যাবলেট
- স্টেরয়েড ইনজেকশন
- ফিজিওথেরাপি
- Diclowin Plus Tablet
- Fenak Plus 50mg/325mg Tablet
- ইন্টাজেসিক ৫০ এম জি/৩২৫ এম জি ট্যাবলেট
হাঁটু ব্যথার ট্যাবলেট এর নাম কি
যদি একজন ফিজিওথেরাপিস্ট ডাক্তারের সাথে যোগাযোগ করেন এক্ষেত্রে আপনার চিকিৎসা অনেক আংশিক ভালো হবে আশা করা যায়। কিন্তু ফিজিওথেরাপি নেওয়ার পাশাপাশি আপনাকে সেই ডাক্তারগণ বিভিন্ন ওষুধ হিসেবে ট্যাবলেট প্রদান করতে পারে। যেগুলো আপনার হাঁটুর ব্যথা নিরাময় অনেক অংশে কাজ করে থাকে। ট্যাবলেট গুলো নিচে উল্লেখিত হতে পারে।
- সুমো জয় ট্যাবলেট
- এনজিফ্লাম পি ৫০এম জি/৩২৫এম জি ট্যাবলেট
- Diclogesic Tablet
- ক্যাডিনেক্সট প্লাস ৫০এম জি/৩২৫এম জি ট্যাবলেট
- Rhumacort 50 Mg/325 Mg Tablet
- ন্যাক প্লাস ট্যাবলেট
- ডিক্লোটাল এস পি ৫০ এম জি/৩২৫ এম জি ট্যাবলেট
উপরে উল্লেখিত ট্যাবলেট গুলো গ্রহণ করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করে গ্রহণ করবেন। না হলে এসব ওষুধ গুলোর পাশে প্রতিক্রিয়া আপনার শরীরে বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই একজন রেজিস্টার ডাক্তারের সাথে যোগাযোগ করে ওষুধগুলো গ্রহণ করুন।
হাটুর জয়েন্টে ব্যথা হোমিও ঔষধ
এই ব্যথা থেকে মুক্তি পেতে হলে একজন রোগীকে অবশ্যই বিশ্রামে থাকতে হয়। বলতে গেলে একজন মানুষের জন্য বিশ্রাম নেওয়াটা অনেকটা কষ্টসাধ্যকর ব্যাপার। হাঁটুর ব্যথা নিরাময়ের বিভিন্ন চিকিৎসা গ্রহণ করতে পারেন। তবে এর মধ্যে হোমিওপ্যাথি ওষুধ আপনার জন্য হতে পারে অনেকটা কার্যকরী। এমন বিশেষ হোমিও ওষুধ রয়েছে যেগুলো খুব দ্রুত আপনার হাঁটুর জয়েন্টে ব্যথা নিরাময় করতে সাহায্য করবে। ওষুধগুলো হচ্ছেঃ
- লাচেসিস
- কোলচিয়াম
- রাশটক্স
- সিলিসিয়া
- Arnica montana
- Bryonia alba
- ব্রায়োনিয়া অ্যালবা
- Aconitum napellus
- Hypericum perforatum
- ছামমিল্লা
- Colchicum autumnale
হাঁটুর ব্যথা সারানোর বিভিন্ন ওষুধ আপনার নিকটস্থ ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। তবে অবশ্যই আপনার হাঁটুর ব্যথা সারানোর উদ্দেশ্যে যে ওষুধগুলো গ্রহণ করবেন তা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এ পোস্ট আপনার কাছে উপকৃত মনে হলে অবশ্যই অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ
আরও দেখু*নঃ
টনসিল এর ঔষধ নাম । টনসিলের এন্টিবায়োটিক ঔষধ কোনটি
স্থায়ী মোটা হওয়ার ঔষধের নাম কি
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।