ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম

গলা ব্যথা মূলত শীতকালীন সমস্যা হলেও বর্তমানে গরমকালে অনেকে গলা ব্যথার সম্মুখীন হচ্ছে। গলা ব্যথা সমস্যাটিকে অনেকে তুচ্ছ করে দেখে। তবে এই গলা ব্যথা হতে পারে বড় কোন রোগের উপসর্গ। যেমন করোনা কালীন সময় করোনা ভাই*রাসের উপসর্গ হিসাবে গলা ব্যথা দেখা দিত। তাই গলা ব্যথা হলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। বর্তমানে বাজারের বিভিন্ন ফার্মেসির দোকানে গলা ব্যথার ওষুধ পাওয়া যায়।

তবে গলা ব্যথার ওষুধ সেবন করার আগে অবশ্যই এক জন অভিজ্ঞতা সম্পন্ন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। বাজারে সকল ফার্মেসীর দোকান থেকে অল্প টাকার বিনিময়ে গলা ব্যথার ওষুধ সংগ্রহ করা যায়। বর্তমানে সর্বনিম্ন ৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৩৫ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়া কোম্পানি অনুযায়ী গলা ব্যথা ওষুধের দাম ন্যূনতম ৭৫ টাকা পর্যন্ত হতে পারে।

ঢোক গিলতে গলা ব্যথার ওষুধ নাম

বর্তমান সময়ে গলা ব্যথা একটি মারাত্মক সমস্যা। অনেকেই গলা ব্যথার সমস্যাকে টনসিলের ব্যথা ভেবে চিকিৎসকের শরণাপন্ন না হয়ে গুরুতর সমস্যার সম্মুখীন হয়। বর্তমানে বিভিন্ন কোম্পানি গলা ব্যথার ওষুধ তৈরি করে থাকে। সকল কোম্পানির ওষুধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবন করতে হবে। গলা ব্যথার ওষুধ কয়েকটি ক্যাটাগরির হয়ে থাকে। যেমন এন্টিবায়োটিক, সিরাপ হোমিও ইত্যাদি।

  • হিস্টাসিন ( Histacin) ৪ মিলি গ্রাম – মূল্য – ০.২৯ টাকা।
  • ফেক্সো (Fexo) ১২০ মিলি গ্রাম – মূল্য – ৮ টাকা।
  • এইচ প্লাস (Ache+) ৫০০ মিলি গ্রাম – মূল্য – ২৫.১০ টাকা।
  • নাপা এক্সটেন্ড ( Napa Extend) ৬৬৫ মিলি গ্রাম – মূল্য – ২৪ টাকা।
  • ফিলা মেক্স (Fila Mex) ৫০০ মিলি গ্রাম – মূল্য – ২০ টাকা।

ঢোগ গিলতে গলা ব্যথা এন্টিবায়োটিক ওষুধের নাম

গলা ব্যথার সমস্যা কে ইংরেজিতে বলা হয় ফ্যারিঞ্জাইটিস (Pharyngitis)। সাধারণত ঠান্ডা লাগা এবং ইনফ্লুয়েঞ্জা এর জীবাণু দ্বারা আক্রান্ত হওয়া গলা ব্যথার প্রধান কারণ। অনেক সময় সাধারণ ওষুধ বা সিরাপ দ্বারা গলা ব্যথার সমস্যা সমাধান হয় না। এক্ষেত্রে এন্টিবায়োটিক ওষুধ প্রয়োগের প্রয়োজন করে।

  • ডক্সিন (Doxin)
  • টসপেল (Tospel)
  • ডেক্সট্রিম (Dextrim)
  • ডক্সিসাইক্লিন (Doxycycline)
  • প্যারাসিটামল রেনোভা (Paracetamol Renova)

প্রয়োজনের অধিক এন্টিবায়োটিক ওষুধ সেবন করা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। এছাড়া পূর্ববর্তী কোনো জটিল রোগ থাকলে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনভাবেই এন্টিবায়োটিক সেবন করা উচিত নয়।

ঢোগ গিলতে গলা ব্যথা সিরাপের নাম

শিশুদের ক্ষেত্রে ট্যাবলেট জাতীয় ঔষধ সেবন করা সম্ভব হয়ে ওঠে না। এছাড়া অনেকের ট্যাবলেট জাতীয় ওষুধ গলায় আটকে যায়। এক্ষেত্রে ট্যাবলেট জাতীয় ওষুধের পরিবর্তে সিরাপ প্রয়োগ করতে হবে।

  • পিউরিসাল সিরাপ ৫০ মিলিগ্রাম – মূল্য – ৩০ টাকা।
  • এডোভাস সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ৭০ টাকা।
  • টমিফেন সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ৪০ টাকা।
  • এডোলিফ সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ৬৫ টাকা।
  • ডেক্সপোটেন প্লাস সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ১০০ টাকা।
  • তুসকা প্লাস সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ৮০ টাকা।
  • টুসপেল সিরাপ ১০০ মিলিগ্রাম – মূল্য – ৮৫ টাকা।

ঢোক গিলতে গলা ব্যথা হোমিও ওষুধের নাম

হোমিওপ্যাথিক চিকিৎসা অনেক পুরাতন চিকিৎসা পদ্ধতি। দীর্ঘদিনের রোগের চিকিৎসায় হোমিওপ্যাথিক ঔষধ বেশি ব্যবহার করা হয়। গলা ব্যথার ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ অনেক বেশি কার্যকরী। দ্রুত গলা ব্যথা নিরাময়ের ক্ষেত্রে হোমিওপ্যাথিক ওষুধ অনেক উপকারী।

  • অ্যাকোনাইট
  • অ্যালিয়াম সেপা
  • আর্সেনিকাম অ্যালবাম
  • ফেরাম ফসফোরিকাম
  • ক্যালি বাইক্রোমিকিাম

ঢোক গিলতে গলা ব্যথা হওয়ার উপসর্গ কি কি

মানবদেহের কিছু উপসর্গ থেকে ধারণা করা যায় কোন রোগে আক্রান্ত হয়েছে। গলা ব্যাথার কিছু উপসর্গ দেখে বোঝা যায় এটি বড় কোন রোগের লক্ষণ কিনা। ঢোক গিলতে ব্যথা সাধারণত ঠান্ডা জনিত কারণে হয়ে থাকে।

  • ভাই*রাসজনিত অসু্‌স্থ্যতা যেমন ঠান্ডা, ফ্লু, মনোনিউক্লিওসিস (Mononucleosis) এর কারণে গলা ব্যাথা বেশি হয়ে থাকে।
  • ব্যাকটেরিয়া সংক্রমণের জন্য ও গলা ব্যাথা দেখা যায়। যেমন গলায় টনসিলের সমস্যা ও ডিপথেরিয়ার কারণেও গলা ব্যাথা হয়ে থাকে।
  • এছাড়া গরম ও শুষ্ক বাতাস, ধোয়া ও ক্যামিকেল, এলার্জি, ব্যাকটেরিয়াল ইনফেকশন ইত্যাদি কারণে গলা ব্যথার সমস্যা হতে পারে।

ঢোক গিলতে গলা ব্যথা থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া উপায়

ঠান্ডা জনিত কারণে গলা ব্যথা হলে প্রথমে ঘরোয়া চিকিৎসা নেওয়া উচিত। এক্ষেত্রে হালকা গরম পানি দিয়ে দিনে দুই থেকে তিন বার গড় গড়ার সহিত কুলি করতে হবে। এছাড়া আদা চা অথবা মসলা চা গলা ব্যথা নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মধু এবং লেবু এক সাথে মিশিয়ে পান করলে গলা ব্যথা থেকে আরাম পাওয়া যায়।

গলা ব্যথা হলে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। গলা ব্যথার কারণে ঢোক গিলতে অসুবিধায় পড়তে হয়। এছাড়া গরমের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে রাখার মতো বির*ক্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়। তাই গলা ব্যথা থেকে মুক্তি পেতে রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়ে পরিমাণ মতো ঔষধ সেবন করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top