অস্ট্রেলিয়া হলো ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র যা ৬ টি অঙ্গরাজ্য নিয়ে গঠিত। অস্ট্রেলিয়ায় অসংখ্য কাজের সুযোগ রয়েছে। এ সকল কাজ করানোর জন্য অস্ট্রেলিয়া সরকার প্রতিনিয়ত সরকারি তত্ত্বাবধানে অসংখ্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। এছাড়া অস্ট্রেলিয়া কাজ করার জন্য নিরাপদ একটি দেশ হওয়ায় বর্তমানে অস্ট্রেলিয়া ভিসার চাহিদা অনেক বেশি।
বাংলাদেশ সরকার সরকারি ভাবে প্রশিক্ষণ দিয়ে দক্ষ রেমিটেন্স যোদ্ধা তৈরি করে অস্ট্রেলিয়া যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। যার ফলে নতুন করে সহজে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ তৈরি হচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়া যাওয়ার খরচ তুলনামূলক কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে সরকারি ভাবে কম খরচে অস্ট্রেলিয়া যাওয়া যায়। বর্তমানে বাংলাদেশ সরকার দ্বারা অনুমোদিত অসংখ্য এজেন্সি অস্ট্রেলিয়া ভিসা তৈরিতে সহযোগিতা করে থাকে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা খরচ ২০২৪
নাগরিকত্ব ছাড়া অন্য দেশে প্রবেশের ক্ষেত্রে ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে অস্ট্রেলিয়া অধিকাংশ মানুষ জীবিকার তাগিদে গিয়ে থাকে। অস্ট্রেলিয়া কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসা রয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া কাজের ভিসা তৈরি করতে সর্বনিম্ন প্রায় ৫ লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৬ লাখ টাকা পর্যন্ত খরচ হয়ে থাকে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন
কাজের ভিসা পাওয়ার জন্য সর্বপ্রথম ভিসার জন্য আবেদন করতে হয়। অস্ট্রেলিয়া ভিসার জন্য অনলাইন এবং অফলাইন দুই ভাবে আবেদন করার সুযোগ রয়েছে। সব থেকে সহজে অল্প সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে আবেদন করা যায়। এছাড়া অস্ট্রেলিয়া ভিসা এজেন্সিতে যোগাযোগ করে অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য আবেদন করা যায়।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করার নিয়ম ২০২৪
অনলাইনের মাধ্যমে সহজ প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করা যায়। অস্ট্রেলিয়া ভিসা আবেদন করার জন্য প্রথমে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি একাউন্ট তৈরি করতে হবে। অতঃপর আপনার কাঙ্খিত ভিসা টি সিলেক্ট করে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফরম পূরণ করার পর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। তথ্য প্রদান শেষে আবেদন ফ্রি পরিশোধ করে আবেদন কার্যক্রম শেষ করতে হবে। আবেদন করার পর আপনার ভিসা প্রসেসিং হতে কিছু দিন সময় লাগবে। কাগজ পত্র নির্ভুল থাকলে ২১ দিনের মধ্যে ভিসা তৈরি হয়ে যায়। কাগজ পত্র সঠিক না হলে ৬ মাস পর্যন্ত সময় লাগতে পারে।
অস্ট্রেলিয়া কাজের ভিসা আবেদন করতে কি কি কাগজপত্র লাগে
বাংলাদেশ থেকে অসংখ্য বাঙালি অস্ট্রেলিয়া যাওয়ার আগ্রহ প্রকাশ করে থাকে। অস্ট্রেলিয়া যেতে অবশ্যই একটি বৈধ ভিসা থাকতে হবে। কেননা অস্ট্রেলিয়া আইনে নাগরিকত্বহীন কোন ব্যক্তি ভিসা ছাড়া প্রবেশ করতে পারবে না। অস্ট্রেলিয়া ভিসা তৈরি করতে কিছু কাগজ পত্র জমা দিতে হয়।
- কমপক্ষে ৬ মাস মেয়াদী পাসপোর্ট ও পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট।
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট এবং সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট এবং ভিসা অনুযায়ী কাজের অভিজ্ঞতার প্রমাণ।
- জাতীয় পরিচয় পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের ফটো কপি।
- নিয়োগকর্তার অফার লেটার ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। ইত্যাদি।
কোন কোন ভিসায় অস্ট্রেলিয়া যাওয়া যায়
বর্তমানে অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্যাটাগরির ভিসা পাওয়া যায়। যেমন কাজ করার জন্য ওয়ার্ক পারমিট ভিসা, পড়াশোনা করার জন্য স্টুডেন্ট ভিসা সহ ভ্রমণের জন্য টুরিস্ট ভিসা পাওয়া যায়। এ ছাড়া কিছু চাহিদা সম্পন্ন কাজের ভিসা বর্তমানে এভেলেবেল রয়েছে।
- অস্ট্রেলিয়া ফ্যামিলি ভিসা ও ড্রাইভিং ভিসা।
- অস্ট্রেলিয়া শ্রমিক ভিসা এবং কন্সট্রাকশন লেবার ভিসা।
- অস্ট্রেলিয়া ক্লিনার ভিসা ও রেস্টুরেন্ট ভিসা। ইত্যাদি।
অস্ট্রেলিয়া কাজের ভিসা তৈরির প্রসেস তুলনামূলক একটু জটিল। নির্ভুল ভাবে অস্ট্রেলিয়া কাজের ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনে একজন দক্ষ এজেন্টের পরামর্শ নিন। তবে অসাধু এজেন্ট থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। বর্তমানে বাংলাদেশ সরকারের অনুমোদিত অসংখ্য বিশ্বাস যোগ্য ভিসা তৈরির এজেন্সি রয়েছে।
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।