নির্মাণ শিল্পের সব থেকে গুরুত্বপূর্ণ কাঁচামাল রড। বাজারে বিভিন্ন ক্যাটাগরির রড পাওয়া যায়। গ্রাহকের চাহিদা অনুযায়ী রড কোম্পানি এ সকল ক্যাটাগরির রড তৈরি করে থাকে। বাজারে রডের দোকান থেকে অল্প টাকার বিনিময়ে এ সকল রড সংগ্রহ করা যায়। বর্তমানে রড তৈরির কাঁচামাল বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে। যার ফলে বাংলাদেশের শীর্ষ রড কোম্পানিগুলো রডের দাম বৃদ্ধি করেছে।
শক্ত কোন স্ট্রাকচার তৈরি করতে হলে অবশ্যই রডের ব্যবহার করতে হবে। মাত্র কয়েক মাসের ব্যবধানে রডের বাজার মূল্য প্রতি টনে কয়েক হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে প্রতি টন রডের বাজার মূল্য ৯৬ হাজার টাকা থেকে শুরু করে ১ লাখ ২ হাজার টাকা। তবে কয়েক মাস পূর্বে ৮২ হাজার টাকা থেকে ৯৩ হাজার টাকা প্রতি টন হিসেবে বিক্রি করা হতো। বর্তমানে বাংলাদেশ সরকার বৃদ্ধি পাওয়া রডের দাম পুনরায় কমিয়ে আনার চেষ্টা করছে।
রডের দাম ২০২৪
বাসা বাড়ি থেকে শুরু করে অফিস আদালত কিংবা বড় কোন প্রতিষ্ঠানের ভবন তৈরিতে রডের কোন বিকল্প নেই। বর্তমানে বাংলাদেশে অসংখ্য রড তৈরির কারখানা রয়েছে। কোম্পানি অনুযায়ী রডের দাম কম বেশি হয়ে থাকে। এছাড়া রড তৈরির কাঁচা মালের দামের উপর ভিত্তি করে প্রতিনিয়ত রডের দাম ওঠানামা করে থাকে।
আজকের রডের দাম কত
বর্তমানে রড আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে একটি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশে বিভিন্ন কোম্পানির রড পাওয়া যায়। বর্তমানে কোম্পানির উপর ভিত্তি করে প্রতি কেজি রডের দাম আনুমানিক সর্বনিম্ন প্রায় ৮৬ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১০২ টাকা পর্যন্ত হয়ে থাকে।
bsrm রডের আজকের দাম
বাংলাদেশের রড উৎপাদনকারী কোম্পানী গুলোর মধ্যে বি এস আর এম কোম্পানি অন্যতম। বর্তমানে উন্নত প্রযুক্তি দ্বারা উৎপাদনকৃত বি এস আর এম কোম্পানির প্রতি কেজি রডের বাজার মূল্য সর্বনিম্ন প্রায় ৯৮ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ১০২ টাকা পর্যন্ত হয়ে থাকে।
ksrm রডের আজকের দাম
বর্তমানে কে এস আর এম কোম্পানির রড তার মজবুত স্ট্রাকচারের জন্য সকলের নিকট জনপ্রিয়তা অর্জন করেছে। কেএসআরএম কোম্পানির রড দ্বারা তৈরিকৃত দালান অনেক মজবুত এবং টেকসই হয়ে থাকে। বর্তমানে কে এস আর এম কোম্পানির উৎপাদনকৃত প্রতি কেজি রডের দাম সর্বনিম্ন প্রায় ৯২ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৯৬ টাকা পর্যন্ত হয়ে থাকে।
aks রডের আজকের দাম
বর্তমানে বাংলাদেশের সব থেকে উন্নত মানের রডের মধ্যে এ কে এস রড অন্যতম। এ কে এস কোম্পানি তাদের উৎপাদনকৃত রডের মূল্য কিছুটা বৃদ্ধি করেছে। এ কে এস কোম্পানি তাদের তৈরিকৃত রডের বাজার মূল্য প্রতি কেজিতে ৬ টাকা থেকে ৭ টাকা বৃদ্ধি করেছে। বর্তমানে বৃদ্ধি পাওয়া এ কে এস রডের প্রতি কেজির মূল্য ৯৬ টাকা থেকে ৯৮ টাকা পর্যন্ত হয়ে থাকে।
gph রডের আজকের দাম
বাজারের যে কোন দোকান থেকে জি পি এইচ রড সংগ্রহ করা যায়। জি পি এইচ রডের বাজার মূল্য পূর্বের তুলনায় প্রতি কেজিতে ৩ টাকা থেকে ৪ টাকা পর্যন্ত কমেছে। তবে চাহিদা বেশি থাকায় এই দাম পুনরায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে gph প্রতি কেজি রডের বাজার মূল্য সর্বনিম্ন প্রায় ৯০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ প্রায় ৯৬ টাকা পর্যন্ত হয়ে থাকে।
আজকের ১ টন রডের দাম কত
সকল কোম্পানি তাদের উৎপাদনকৃত রড টন হিসেবে বিক্রয় করে থাকে। পাইকারি রড কেনা বেচার সুবিধার্থে টন হিসেবে রড বিক্রি করা হয়ে থাকে। বর্তমানে প্রতি টন রডের মূল্য পূর্বের তুলনায় ৭ হাজার টাকা থেকে শুরু করে ৯ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে কোম্পানির উপর ভিত্তি করে এক টন রডের সর্বনিম্ন মূল্য ৮০ হাজার টাকা এবং সর্বোচ্চ মূল্য প্রায় এক লাখ টাকার উপরে হয়ে থাকে।
বাসা বাড়ি বা প্রতিষ্ঠান মজবুত করতে ভালো মানের রড ব্যবহার করা উচিত। কেননা রড মজবুত না হলে অল্প দিনেই দালান কোঠা ভেঙে পড়তে পারে। এতে শত শত মানুষের প্রাণহানি ঘটার সম্ভাবনা রয়েছে। তাই প্রয়োজনে টাকা বেশি খরচ করে উন্নত প্রযুক্তি দ্বারা উৎপাদনকৃত মজবুত স্ট্রাকচারের রড ব্যবহার করতে হবে।
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।