আধুনিক প্রযুক্তির তৈরি কোন ধরণের তারের জামেলা ছাড়া ব্লুটুথ হেডফোন ব্যবহার করা য়ায়। প্রতিনিয়ত ব্লুটুথ হেডফোন এর চাহিদা বেড়ে চলেছে। কারণ ব্লুটুথ হেডফোনে অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়া যায়। আপনি যে কোন ফোনে তারবিহীন ব্লুটুথ হেডফোন কানেক্ট করতে পারবেন। বিশেষ করে গেম খেলার জন্য অথবা মোবাইল দিয়ে অন্যান্য প্রয়োজনীয় কাজের জন্য ওয়ারল্যাস ব্লুটুথ হেডফোন এর চাহিদা বেড়েছে।
বাংলাদেশে বিভিন্ন কোম্পানির ব্লুটুথ হেডফোন রয়েছে। এবং হেডফোনের কোয়ালিটির মধ্যে ভালো-মন্দ রয়েছে। আপনি যদি একটি ভালো কোয়ালিটির ব্লুটুথ হেডফোন কিনতে চান তাহলে অবশ্যই আপনাকে বেশি দাম দিয়ে কিনতে হবে। এবং কমের মধ্যেও বিভিন্ন কোম্পানির ব্লুটুথ হেডফোন পাওয়া যায়।
ব্লুটুথ হেডফোন এর দাম
বিভিন্ন সুযোগ সুবিধার জন্য এখন সবাই তার বিহীন ব্লুটুথ হেডফোন ব্যবহার করে থাকেন। অনেকেই আছেন ব্লুটুথ হেডফোন কেনার আগে অনলাইনে সঠিক মূল্য জানার চেষ্টা করেন। আগের তুলনায় প্রত্যেকটা ইলেকট্রনিক পণ্যের দাম বৃদ্ধি হয়েছে। বর্তমান সময়ে একটি ব্লুটুথ হেডফোন কিনতে চাইলে সর্বনিম্ন ৪০০ টাকা বাজার রাখতে হবে। এই ৪০০ টাকা থেকে শুরু করে ৫,০০০ টাকা পর্যন্ত বাজেট রাখলে আপনি একটি ব্লুটুথ হেডফোন কিনতে পারবেন।
ব্লুটুথ হেডফোন বাংলাদেশ প্রাইস
বাংলাদেশের বিভিন্ন কোম্পানি রয়েছে তারা এই ব্লুটুথ হেডফোন তৈরি করে। আপনি এটি ব্লুটুথ এর মাধ্যমে হেডফোনটি কানেক্ট করে ৩০ থেকে ৪০ ফুট পর্যন্ত মোবাইল দূরে রেখেই যে কোন কিছু ব্লুটুথ হেডফোনের মাধ্যমে শুনতে পারবেন এবং কথা বলতে পারবেন। বাংলাদেশে কম দাম থেকে শুরু করে উন্নত ধরনের বেশি দাম পর্যন্ত ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। দেখে নিন কয়েকটি ব্লুটুথ হেডফোনের নাম সহ দাম।
ব্লুটুথ হেডফোন এর নাম | দাম |
M10 Newest Digital Indicator True Wireless Headset | ৪৫০ টাকা। |
Active Music-1 Bluetooth Earphone | ৫০০ টাকা। |
Air Pro 6 TWS Wireless Bluetooth Headphone | ৫৯৯ টাকা। |
Xiaomi SDQEJ06WM Dual Driver Magnetic Earphone | ৭৫০ টাকা। |
Damix M41 Hi-Fi Digital Indicator True Wireless Headset | ১,৫৫০ টাকা। |
Hoco EW51 ANC Wireless Earbud | ১,৮৫০ টাকা। |
Blitz Wolf BW-FYE13 In-Ear TWS with Dual Dynamic Earbud | ৪,২৫০ টাকা। |
শাওমি ব্লুটুথ হেডফোন দাম
বাংলাদেশের অন্যান্য ব্র্যান্ডের তুলনায় শাওমি ব্র্যান্ড অনেকটাই উন্নত। বর্তমান তারা আধুনিক প্রযুক্তিতে নিত্য-নতুন ইলেকট্রিক্যাল পণ্য তৈরি করতেছে। শাওমি ব্র্যান্ডের মোবাইল এর পাশাপাশি বর্তমান ব্লুটুথ হেডফোন অনেকটাই জনপ্রিয়তা অর্জন করেছে।
শাওমি ব্রান্ডের হেডফোন গুলো অনেকদিন টেকসই হয়। এবং কি অন্যান্য ব্র্যান্ডের হেডফোনের থেকে অনেক দাম বেশি হয়। বর্তমান একটি শাওমী ব্লুটুথ হেডফোন কিনতে চাইলে ৭৫০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকার মধ্যে একটি ব্লুটুথ হেডফোন কিনতে পারবেন।
ভালো মানের ব্লুটুথ হেডফোন
সবাই ব্লুটুথ হেডফোন কেনার আগে কোনটা কিনলে ভালো হবে এই তথ্য খুঁজে থাকে। বর্তমানে অনেকগুলো কোম্পানি আছে তারা ব্লুটুথ হেডফোন তৈরি করে। তার মধ্যে শাওমি, vivo, এবং লেনোভো ব্লুটুথ হেডফোন গুলো অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। এবং কি অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যায়। অনেকেরই পছন্দ ভিন্ন রকম হয়ে থাকে। বর্তমান শাওমি ব্র্যান্ডের ব্লুটুথ হেডফোন গুলো ব্যবহারের জন্য অনেকটাই উপযোগী।
মিনি ব্লুটুথ হেডফোন দাম
অনেকেই আছেন তারা মিনি ব্লুটুথ হেডফোন কিনতে চাচ্ছেন। মিনি ব্লুটুথ হেডফোন এর সাহায্যে বিভিন্ন গোপন তথ্য জন্য প্রয়োজন হয়। হেডফোনটি দেখতে অনেকটাই ছোট বাইরে থেকে বুঝতে পারবে না। এর জন্য গোপন কোন কাজে যাওয়ার জন্য অনেকেই মিনি হয় হেডফোন কিনে থাকে। কারণ মিনি হেডফোন দিয়ে গোপন ভাবে কথা বলা যায়। বর্তমান একটি মিনি হেডফোন এর দাম পরবে ২৫০ টাকা থেকে ১৫০০ টাকা।
কম দামে ব্লুটুথ হেডফোন
অনেক মানুষের বাজেট কম থাকার কারণে তারা কম দামের মধ্যে ব্লুটুথ হেডফোন কিনতে চায়। কম দামের মধ্যে অনেকগুলো ভালো ব্লুটুথ হেডফোন পাওয়া যায়। এই হেডফোন গুলো ব্যবহার করলে চার্জের ব্যাকআপ একটু কম পাবেন। একবার চার্জ দিয়ে আপনি দুই থেকে আড়াই ঘন্টা পর্যন্ত ব্লুটুথ হেডফোন ব্যবহার করতে পারবেন। সর্বনিম্ন ২৫০ টাকা টাকা থেকে শুরু করে ৭০০ টাকার মধ্যে কম দামে ব্লুটুথ হেডফোন বাজার থেকে ক্রয় করতে পারবেন।
অনেকে বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য এবং মোবাইলে ভিডিও কলে কথা বলার জন্য ব্লুটুথ হেডফোন কিনতে চাচ্ছেন। তবে স্বাভাবিকভাবে এ সকল হেডফোন গুলো দীর্ঘক্ষণ ব্যবহার করার কারণে বিভিন্ন রকমের কানের সমস্যা হতে পারে। তাই সকল ইলেকট্রনিক গ্যাজেট গুলো খুব সীমিত ব্যবহার করা উচিত। যেমন হেডফোনগুলো দিয়ে সকল প্রকার মুভি বা গান শোনা থেকে বিরত থাকা উচিত।
আরও দেখু*নঃ
চুল কাটার মেশিন এর দাম কত ২০২৪
আমি মো সাগর, ইনফো গুরু ওয়েবসাইট এর একজন লেখক। এই সাইটে আমি বিভিন্ন বিষয় নিয়ে লেখা লেখি করে থাকি। আমি সর্বদা এই সাইটে তথ্যবহুল ও সঠিক ইনফো প্রদান করার চেষ্টা করি। আশা করি এই সাইটের লেখা গুলো আপনাদের ভাল লাগবে। ধন্যবাদ।